News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে সংশ্লিষ্ট হলেও তা সিদ্ধান্ত গ্রহণে কোনো ভূমিকা রাখেনি। দেশের চাহিদার কারণেই তাদের কাছ থেকে এলএনজি কেনা হচ্ছে।

আরও পড়ুন: উপদেষ্টা হওয়ার আগে বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা

তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না। সার আমদানিতে দুর্নীতির অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে।

এছাড়া কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়