News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: ফখরুল

গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এই দিবস আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার, মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি গড়ে তোলায় সহায়তা করে। গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

ফখরুল বলেন, “গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেয়, জনগণের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়। গণতন্ত্রের অনুশীলন চলমান থাকলে জনগণকে কখনো ক্রীতদাসে পরিণত করা সম্ভব নয়।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেড় দশক ধরে বাংলাদেশে একদলীয় দুঃশাসনের মধ্যে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার ও মানবাধিকার হরণ করা হয়েছে। গুম, খুন, আইনবহির্ভূত হত্যার পাশাপাশি গণতন্ত্রের আপোষহীন নেতা বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়।

আরও পড়ুন: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজের আহ্বান তারেক রহমানের

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘অ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি, অ্যাকশন বাই অ্যাকশন’ উল্লেখ করে ফখরুল বলেন, নারী-পুরুষসহ সকল লিঙ্গের সমান অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করেই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়