গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ২০০৭ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। দিবসটি গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এসময় তিনি গণতন্ত্রকামী শহীদদের শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান।
তারেক রহমান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর থেকে বারবার স্বৈরতন্ত্র হানা দিয়েছে, রাজনৈতিক দল ও সংবাদপত্র নিষিদ্ধ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, গত দেড় দশক ধরে আওয়ামী শাসনে গণতন্ত্রের নীতিমালা অবরুদ্ধ ছিল। তবে গত বছরের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবাধ নির্বাচন, বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন: বাবর
তারেক রহমান আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘অ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি অ্যাকশন বাই অ্যাকশন’ উল্লেখ করে বলেন, গণতন্ত্রে লিঙ্গ নির্বিশেষে সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে যেখানে সমৃদ্ধি, স্বনির্ভরতা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ, সামাজিক স্থিতি ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি