লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, আটক ২৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত
লিবিয়ার মিসরাতায় একটি মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স।
দীর্ঘদিন নজরদারির পর সম্প্রতি প্রদেশের দাফনিয়া এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে অভিযান চালানো হয়। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে এ ঘাঁটির অবস্থান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চীনা সংবাদসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিটি মূলত অবৈধ অভিবাসনের জন্য নৌকা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো। গত রোববার (১৪ সেপ্টেম্বর) অভিযানের পর বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন কারখানাটির ওপর নজর রাখা হচ্ছিল। পরবর্তীতে পশ্চিম মিসরাতার প্রধান প্রসিকিউটরের অনুমোদন নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ অভিবাসনের জন্য প্রস্তুত একাধিক নৌকা ছাড়াও বেশ কিছু নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২৫ বাংলাদেশিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আরও পড়ুন: ফ্যাসিস্ট শাসন যেন আর না আসে: মাহমুদুর রহমান
জব্দ করা সামগ্রী ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে মানবপাচারের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে লিবিয়া। এখানকার রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে পাচারকারীরা ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে। ফলে প্রায়ই নৌকাডুবি, শোষণ ও নিপীড়নের মতো ঘটনা ঘটছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি