জুলাই সনদ বাস্তবায়ন জটিল পর্যায়ে যাচ্ছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে বিষয়টি আরও জটিল পর্যায়ে গড়াচ্ছে। তবে বিএনপি এ সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতির কাছে এমন কোনো নিদর্শন রাখতে চাই না, যা দু’দিন পরেই চ্যালেঞ্জের মুখে পড়বে। জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল। জনগণের কাছে প্রশ্নবিদ্ধ না হয়, এমন বাস্তবায়ন পদ্ধতি বের করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কারও ওপর নির্ভরশীল নয়। বিচার ও সংস্কার যার যার মতো চলবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে; না হলে এটি শুধু জাতীয় নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।
এসময় তিনি জানান, আইনি পন্থার বাইরে গিয়ে সংবিধান সংশোধনের নজির সৃষ্টি করতে বিএনপি চায় না।
আরও পড়ুন: আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আ. লীগ ক্ষতিগ্রস্ত হবে: দুদু
গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সর্বশেষ বৈঠকেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
কমিশনের মতে, জুলাই সনদ শুধু রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং দীর্ঘমেয়াদি রোডম্যাপ। এটি দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।
নিউজবাংলাদেশ.কম/এসবি