News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫২, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

‘বাসযোগ্য ঢাকা চাই’ বিএনপির নির্বাচনী প্লাটফর্ম

‘বাসযোগ্য ঢাকা চাই’ বিএনপির নির্বাচনী প্লাটফর্ম

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রচারণার সুযোগ না থাকায় বিএনপিপন্থি কয়েকটি পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘বাসযোগ্য ঢাকা চাই’ নামের একটি প্লাটফর্ম। এই ব্যানারেই বিএনপি সমর্থীত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চলাবেন বলে জানা গেছে। নতুন এই প্লাটফর্মের নেতৃত্ব দেবেন অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ।

নেতা-কর্মীদের নামে মামলা ও সিটি নির্বাচন দলীয় না হওয়ায় জাতীয়তাবাদী ঘরানার বিশিষ্ট নাগরিকদের সংগঠন ‘শত নাগরিক’- এর ব্যানারেই নির্বাচনী তৎপরতা শুরু করে বিএনপি। এমাজ উদ্দিনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন শত নাগরিকের সদস্যরা। নির্বাচন কমিশনারকে মনোনয়নের সময় বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে অনুরোধ করেন তারা।

সে সময় বিএনপি নেতারা জানিয়েছিলেন, নির্বাচন দলীয় না হওয়ায় দল সমর্থিত প্রার্থীরা ‘শত নাগরিক’ এর ব্যানারে নির্বাচন করবেন। কিন্তু শত নাগরিকের নেতৃত্বের বিষয়টি নিয়ে বিএনপি-জামায়াতপন্থি পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ’- এর নেতারা সহজভাবে নিতে পারেননি।

এ নিয়ে তাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোর নেতৃত্বে একটি নির্বাচনী প্লাটফর্ম গঠন করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গত সপ্তাহে জাতীয়তাবাদী ঘরানার সকল পেশাজীবী ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘বাসযোগ্য ঢাকা চাই’ শীর্ষক নতুন প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মেরও নেতৃত্বে থাকবেন অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ।  বিএনপি সমর্থিত প্রার্থীরা এ ব্যানারেই নির্বাচনে অংশ নেবেন জানা গেছে।

নতুন এ প্ল্যাটফর্ম গঠনের ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানায়, শত নাগরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন শিক্ষক প্রধান একটি সংগঠন। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন আন্দোলন সংগ্রামে পেশাজীবীদের যে সক্রিয় ভূমিকা রয়েছে তার প্রেক্ষিতে শত নাগরিকের নেতৃত্বে নির্বাচনী কর্মকাণ্ডের বিষয়টি তারা মেনে নিতে পারছিলেন না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম দিকে শত নাগরিক- এর সঙ্গে থাকলেও পরে সরে যান। এমন পরিস্থিতি সবার সমন্বয়ে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গঠনের নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

এ বিষয়ে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, “ঢাকা সিটি নির্বাচন পরিচালনার মতো সাংগঠনিক কাঠামো শত নাগরিকের নেই। এ জন্য নতুন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।”

অন্যদিকে এমাজউদ্দীন আহমেদ নতুন প্ল্যাটফর্ম গঠনের বিষয়টি জানিয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সবার সমন্বয়ে ‘বাসযোগ্য ঢাকা চাই’ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এটারও নেতৃত্ব আমিই দেবো।”

দলীয় সূত্র জানায়, বিএনপিপন্থি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ‘বাসযোগ্য ঢাকা চাই’ এর পাশাপাশি দলের নেতারাও নেপথ্যে নির্বাচন পরিচালনায় অংশ নেবেন। ‘বাসযোগ্য ঢাকা চাই’র ব্যানারের সঙ্গে সঙ্গতি রেখেই তারা সমর্থিত প্রার্থীদের পক্ষে তৎপরতা চালাবেন।
 
নিউজবাংলাদেশ/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়