News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৫, ১৯ অক্টোবর ২০২৫

মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

রবিববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

বিএনপি মহাসচিব বৈঠকে আশ্বস্ত করেন, ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, “বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি শুধু আশ্বাস দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটি আমাদের আন্দোলনে নতুন প্রেরণা যোগ করেছে।”

শিক্ষক প্রতিনিধিরা বৈঠকে প্রস্তাব দেন, আপাতত বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি করা হলে অন্য দাবিগুলো পরে বিবেচনা করা যেতে পারে। এতে শিক্ষকরা কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুন: স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: ডা. জাহিদ

তিন দফা দাবিতে এক সপ্তাহ ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল শনিবার তারা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আন্দোলনের প্রভাবে রবিবার বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়