সখীপুরে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (১৩ আগষ্ট) বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আনিসুর রহমান, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান।
আরও পড়ুন: কক্সবাজারে ওসিকে গালিগালাজ ও হুমকি: বিএনপি নেতার পদ স্থগিত
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
নিউজবাংলাদেশ.কম/এনডি








