News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২০, ১৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:২০, ১৩ আগস্ট ২০২৫

অপকর্ম আড়াল করতেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: রিজভী

অপকর্ম আড়াল করতেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার: রিজভী

ছবি: সংগৃহীত

ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে নানা নাটক ও ‘মাস্টারপ্ল্যান’ সাজিয়ে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, নিজেদের অপরাধ আড়াল করে বানোয়াট গল্প বানিয়ে বিএনপিকে কালিমালিপ্ত করা হচ্ছে, যা রাজনৈতিক সভ্যতার পরিপন্থী এবং জনগণ কখনোই মেনে নেবে না।

বুধবার (১৩ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী চট্টগ্রামের এক চিকিৎসককে ঘিরে সাম্প্রতিক ভাইরাল ঘটনার প্রসঙ্গ তোলেন। 

তার দাবি, ওই চিকিৎসকের কাছ থেকে কোনো চাঁদাবাজি হয়নি; বরং নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। 

তিনি বলেন, তার ওপর কেউ হামলা করেনি—তিনি নাকে রং মেখে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

প্রেক্ষাপটে উল্লেখ্য, চিকিৎসক ডা. ইকবাল হোসেন ১২ আগস্ট সন্ধ্যায় ফেসবুক লাইভে হামলা ও চাঁদাবাজির অভিযোগ তোলেন, যা ১৩ আগস্ট সকালে ভাইরাল হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে জমিজমা সংক্রান্ত বিরোধ হিসেবে উল্লেখ করেছে।

রিজভী রংপুরের তারাগঞ্জে সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে গণপিটুনিতে হত্যারও নিন্দা জানান। নিহতরা হলেন রূপলাল দাস ও প্রদীপ দাস। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা থামানো যাবে না: ডা. জাহিদ

রিজভী বলেন, মব কালচার ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এমন আইন করতে হবে যাতে কেউ নিজের হাতে আইন তুলে নেওয়ার সাহস না পায়।

আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) নির্বাচনী পদ্ধতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সমাজ এখনও এ ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। এতে জটিলতা বাড়বে, স্বচ্ছতা নেই। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। 

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত পিআর পদ্ধতিকে তিনি ‘উদ্দেশ্যমূলক জটিলতা’ আখ্যা দেন তিনি।

এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) রাখা দুই হাজার কোটি টাকার বেশি অর্থের কোনো হদিস নেই বলেও অভিযোগ করেন রিজভী। 

তার দাবি, এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হতে হবে।

বিএনপির নামে বা এর অঙ্গসংগঠনের নামে অপরাধ প্রমাণিত হলে বহিষ্কার, পদ স্থগিত ও শোকজসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী বিএনপির কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন, যেখানে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্যও দোয়া করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়