News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৩ আগস্ট ২০২৫

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি: তারেক রহমান

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ-বিদেশে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনাও তাদের আছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্লোগান নির্ভর রাজনীতির যুগ শেষ। প্রতিশোধ ও প্রতিহিংসা থেকে সরে এসে সাহসের সঙ্গে এগোলে বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

তিনি আরও বলেন, প্রযুক্তি বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে। বিএনপি যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তুলতে চায়।

আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের

জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়