News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২১, ১১ আগস্ট ২০২৫

ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোবার সংকল্প তারেক রহমানের

ঐক্যবদ্ধ হয়ে সামনে এগোবার সংকল্প তারেক রহমানের

ফাইল ছবি

দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, দলীয় এবং জাতীয় পর্যায়ে সবাইকে নিয়ে কাজ করাই বিএনপির অগ্রাধিকার। 

দলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান, আমরা কাউকে হেয় করব না, কাউকে ছোট করব না, বরং সবার মতামতকে সম্মান দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। 

পাশাপাশি তিনি দেশের প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য প্রয়োজন যথাযথ সংস্কার, যা বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। আজ যারা সংস্কারের কথা বলছে, তাদের জানাতে চাই শহিদ জিয়ার সৈনিকেরা প্রায় আড়াই বছর আগে থেকেই এসব সংস্কারের দাবি তুলেছে। এসব দাবি এখন বিএনপির ৩১ দফার মধ্যে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, বিএনপির ৩১ দফার সংস্কার পরিকল্পনা ও সরকারের ঐকমত্য কমিশনের বক্তব্য প্রায় শতভাগ সঙ্গতিপূর্ণ। 

শুধুমাত্র এক-দুইটি বিষয়ের পার্থক্য থাকতে পারে, বাকিটা একত্রে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি যোগ করেন।

তারেক রহমানের এই ভাষণ দলের অভ্যন্তরীণ ঐক্য মজবুত করার পাশাপাশি সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপের পথ প্রশস্ত করার লক্ষ্য স্পষ্ট করে। 

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে জনগণের কণ্ঠস্বর গুরুত্ব পাবে এবং তাদের অধিকার রক্ষা পাবে।

বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। 

তারেক রহমান বলেন, এই দফাগুলো বাস্তবায়ন করলে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নিশ্চিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়