নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশ ছেড়ে পালাতে পারবে না: গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে, দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, শেখ হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি
অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, বিএনপি সংস্কারের বিরোধী নয়। কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে।
সংস্কারের অজুহাতে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘসময় ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে কিনা- তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, দীর্ঘদিন পরে এখন কেন সারাদেশে হামলা হচ্ছে- তা নিয়েও জনমনে প্রশ্ন আছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








