News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৯, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

হিন্দু উচ্ছেদ, আন্তর্জাতিক তদন্ত দাবি খালেদার

হিন্দু উচ্ছেদ, আন্তর্জাতিক তদন্ত দাবি খালেদার

ঢাকা: বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের ১৪টি হিন্দু পরিবারের ওপর নির্যাতন ও উচ্ছেদের ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে খালেদা জিয়া বলেন, “বরগুনা তালতলীর চন্দনতলা গ্রামের এ ঘৃণ্য ঘটনায় আমি প্রচণ্ড ক্ষুব্ধ। স্থানীয় সন্ত্রাসীরা বর্বরোচিত এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ও তাদের রাজনৈতিক পরিচয় ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। অবিলম্বে দোষী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বরগুনার ১৪ হিন্দু পরিবার উচ্ছেদের ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে দেশীয় দু’একটি পত্র-পত্রিকায় এর সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের স্থানীয় নেতাকর্মীরা জড়িয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করেন তিনি।

এছাড়া খালেদা জিয়া এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিও জানান।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়