এ সরকারের উল্লেখযোগ্য কাজ গুম-খুন: এমাজউদ্দীন
ঢাকা: গুম-খুনই এ সরকারের উল্লেখযোগ্য কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এমাজউদ্দিন বলেন, “এ সরকারের উল্লেখযোগ্য কাজ হচ্ছে গুম-খুন। এছাড়া অন্য কোনো কাজে তাদের এত সফলতা দেখা যায় না।”
বিশেষ অথিতির বক্তব্যে তিনি আরও বলেন, “প্রতিদিন মানুষ গুম-খুন আর অপহরণ হচ্ছে। দেশের মানুষ এখন আতংকে আছে। আর সরকার গণতন্ত্রের কথা বলে চিৎকার করছে। সরকারের যে আচরণ তাতে প্রশ্ন জাগে, এটা কি গণতন্ত্র?”
অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “আমরা বর্তমানে যে সমাজ দেখি সে সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো দলের ওপর এত নির্যাতন হয় না। গণতান্ত্রিক সমাজে কোনো দলের অফিস তালাবদ্ধ থাকতে পারে না।”
তিনি আরো বলেন, “বর্তমান সমাজ-রাজনীতির আচরণে রয়েছে ফ্যাসিবাদীর সাদৃশ্য। আর এ ধরনের ফ্যাসিবাদী আচরণ এ সরকারের আমলে বেশি দেখা যাচ্ছে।”
নির্বাচন কমিশনারের উদ্দেশে তিনি বলেন, “আমরা দেশের জনগণ দেখলাম ৫ জানুয়ারি নির্বাচনে মাত্র ৪ থেকে ৬ ভাগ ভোট পড়েছে। অথচ আপনারা বললেন ৪০ ভাগ ভোট পড়েছে। ৪০ ভাগ ভোট যদি সত্যি পড়ে থাকে তাহলে বাকি ৬০ ভাগ ভোট কোথায় গেল?”
বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের আহবায়ক প্রকৌশলী পুলককান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সুশীল বড়ুয়া প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








