News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৬, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

বোমা নিক্ষেপকারীদের দমন করা হবে: খাদ্যমন্ত্রী

বোমা নিক্ষেপকারীদের দমন করা হবে: খাদ্যমন্ত্রী

সাভার: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,“বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আইএস স্টাইলে গাড়িতে পেট্রল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। এদের কঠোর হাতে দমন করা হবে।”
 
মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। হরতাল অবরোধ এখনো চালু রেখে সারাদেশে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি নষ্ট করছে জঙ্গি নেত্রী খালেদা জিয়া।”

হরতাল অবরোধ প্রত্যাহার করে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানান মন্ত্রী।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়