কবরীর পড়াশোনা অষ্টম শ্রেণি
ঢাকা: চলচ্চিত্র অভিনেত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ্ বেগম কবরীর প্রাতিষ্ঠানিক পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। এসএসসির গন্ডি পেরুতে পারেননি রুপালি পর্দা থেকে রাজনীতিতে আসা এ অভিনেত্রী।
চলচ্চিত্রের একসময়ের মিষ্টি মুখের এ নায়িকা এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিন্দ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার হলফনামা থেকে তার ব্যক্তিগত জীবনের অনেক তথ্য পাওয়া গেছে।
কবরীর পক্ষে দলীয় সমর্থন না থাকলেও তার প্রতি প্রধানমন্ত্রীর আশির্বাদ রয়েছে বলে দাবি করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকায় তিনিই হবেন প্রথম নারী মেয়র প্রার্থী। তবে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় পড়াশোনায় তিনি পিছিয়ে আছেন। তবে যোগ্যতায় যে তিনি পিছিয়ে নেই তা কারোরই অজানা নয়।
হলফনামায় উল্লেখ রয়েছে, কবরীর আয়ের প্রধান উৎস চলচ্চিত্রে অভিনয় ও চলচ্চিত্র পরিচালনা। তিনি তার পেশা থেকে বার্ষিক আয় করেন ৪ লাখ ২৯ হাজার টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে বার্ষিক আয় ২ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়াও ব্যবসা করে প্রতি বছর কবরী পান ৫ লাখ ৪২ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে ২ লাখ ১ হাজার টাকা আয় হয় তার। অন্যান্য আয় হিসেবে ৫ লাখ ৬৭ হাজার টাকা বছরে করবী পান বলে উল্লেখ করেছেন তার হলফনামায়।
তার হাতে নগদ টাকা দুই লাখ থাকলেও ২৮ লাখ ৩৪ হাজার টাকার বৈদেশিক মুদ্রা আছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৭২ লাখ ৪৪ হাজার ৩৫ টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ হিসেবে রয়েছে ১৬ লাখ ৮৮ হাজার টাকা।
কবরী ৩৫ লাখ টাকা মূল্যের একটি প্রাডো জিপ ব্যবহার করেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন। নিজ নামে গুলশানে একটি ছয়তলা বাড়ি আছে তার। ১ লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার ছাড়াও ১ লাখ টাকার ইলেক্ট্রনিকস সামগ্রি ও ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এটিএস
নিউজবাংলাদেশ.কম








