News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৯, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০২, ১৮ জানুয়ারি ২০২০

প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষায় ছিলাম: এরশাদ

প্রতি মুহূর্তে মৃত্যুর অপেক্ষায় ছিলাম: এরশাদ

ঢাকা: সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার পথে বাংলাদেশ বিমানের যান্ত্রিক গোলযোগের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশ বিমানে ১৫১ মাইল চলার পথে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলাম।

সোমবার জাতীয় ছাত্রসমাজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, “মিয়ানমার সীমান্তে আসার পরই একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। এই অবস্থায় ১৫১ মাইল রাস্তা পাড়ি দিয়ে শাহজালাল বিমানবন্দরে এসেছি। পাইলট বিষয়টা গোপন রাখার চেষ্টা করেছে। পাইলট আমাকে বলেছে যে, আপনি কথা বলবেন না। ফিরে আসতে পারবো এই আশা ছিল না। আল্লাহর অশেষ রহমতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি।”

বাংলাদেশ বিমানের সমালোচনা করে এরশাদ বলেন, “২৫ বছর পর বাংলাদেশ বিমানে উঠেছিলাম। কিন্তু বর্তমানে বিমানের যা অবস্থা হয়েছে ‘নয়টার ট্রেন কয়টায় আসার মত’।”

ছাত্র সমাজের সভাপতি ইফতেকার আহসান হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।

উল্লেখ, শনিবার রাতে সিঙ্গাপুর থেকে এরশাদসহ ২০৬ জন যাত্রী নিয়ে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুই দফায় যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হয়। পরে উড়োজাহাজটির বেশ কিছু তেল ফেলে দিয়ে দেড় ঘণ্টা পর বিমানবন্দরে অবতরণ করে ওই বিমানটি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়