কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ‘দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক সরকার গঠনই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব’
তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিউজবাংলাদেশ.কম/এনডি








