News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৭, ১ নভেম্বর ২০২৫

গণভোট ছাড়া নির্বাচনের দুই পয়সার দাম নাই: ডা. শফিকুর রহমান

গণভোট ছাড়া নির্বাচনের দুই পয়সার দাম নাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের গণভোট আগ হতে হবে, না হলে নির্বাচনের দুই পয়সার দাম নাই।

শুক্রবার (৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফরের পর লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন  তিনি।

তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং এ লড়াইয়ে তারা সর্বদা জনগণের পাশে থাকবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার আহ্বান জানান।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “অপরাধীর পরিচয় নির্বিশেষে যে কোনো অপরাধের বিরুদ্ধে অবস্থান থাকবে।”

আরও পড়ুন: জাতীয় ছাত্রশক্তির ভাপতি জাহিদ, সম্পাদক বাকের

সংবাদ সম্মেলনে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়