প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ফাইল ছবি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ২৭০ কার্যদিবস আলোচনার পরও দলগুলোর ভিন্নমত স্পষ্ট না করে একটি আদেশ জারি করার কথা বলা হচ্ছে, যা জাতির সঙ্গে প্রতারণার সমতুল্য।
তিনি বলেছেন, “আমরা এই প্রতারণাকে ‘না’ বলছি।”
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, ভোটে যে সাংবিধানিক প্রশ্নটি থাকবে, সেখানে ভিন্নমতের দিক পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিএনপি শুরু থেকেই চাইছিল যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, কিন্তু সে বিষয়ে ন্যূনতম কর্ণপাত করা হয়নি।
জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি কী করবে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “সরকার যদি নির্বাচন নির্ধারিত হওয়ার আগে গণভোটের সিদ্ধান্ত নেয়, তবে দলের আলাপ-আলোচনার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় বা দ্রুত নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি ক্ষুণ্ণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: শাপলা তালিকাভুক্ত না করার উত্তর কমিশনকে দিতে হবে: এনসিপি নেতা
দেশের মানুষের মূল চেতনা নিয়ে তিনি বলেন, “জনগণের চিন্তা উচ্চকক্ষ, নিম্নকক্ষ বা গণভোটের দিন নিয়ে নয়। তাদের প্রধান উদ্বেগ হলো- সস্তায় খাবার পাচ্ছে কি না, ওষুধ ও চিকিৎসা সেবা মিলছে কি না, শিক্ষার পরে চাকরি পাচ্ছে কি না, এবং বিদেশে গিয়ে পরিবারকে সমর্থন করতে পারছে কি না। এই কারণে, গণভোটের বিষয়ে ‘না’ ভোট জয়ের সম্ভাবনা রয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








