News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০০, ১৭ আগস্ট ২০২৫

নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় কিছু খুচরা পার্টি ভোট চায় না: দুদু

নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় কিছু খুচরা পার্টি ভোট চায় না: দুদু

ছবি: সংগৃহীত

নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় কিছু খুচরা রাজনৈতিক দল ভোট চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, “কিছু খুচরা পার্টি আছে, যাদের নির্বাচনে কোনো সম্ভাবনা নেই। ভরাডুবি হবে বলেই তারা ভোট চায় না। অথচ তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেগুলোকে নিজেদের সম্পত্তি মনে করছে।”

তিনি আরও বলেন, দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এর জন্য দরকার একটি ভালো নির্বাচন। খালেদা জিয়া মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে রাখা হয়েছিল।

আরও পড়ুন: জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন

বাংলাদেশ এখন স্বৈরশাসনের হাত থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে দুদু বলেন, “এই মুক্তিকে স্থায়ী করতে হলে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই সরকারকে সমর্থন করছি, অন্যান্য দলও করছে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগস্ট মাসে শপথ নিতে হবে—নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কারণ জবাবদিহিমূলক সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শুনতে বাধ্য থাকে এবং দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়