নাদালের দুর্দশা চলছেই
ঢাকা: ফরাসি ওপেনে খেতাব হারানোর পর উইম্বলডনের গা গরমের টুর্নামেন্ট কুইন্স ক্লাব ওপেনেও হতাশাজনক পারফরম্যান্স করেছেন স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল।
মঙ্গলবার লন্ডনের টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে ইউক্রেনের অবাছাই আলেকজান্ডার দোলগোপোলবের কাছে ৬-৩, ৬-৭ (৬-৮) ও ৬-৪ ব্যবধানে হার মানেন ১৪টি গ্রান্ডস্লামের মালিক।
ম্যাচ হারের পর নাদাল বলেন, “আমি একজন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেছিলাম। কোনো কোনো সময় কয়েকটি বিষয় ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। আজকের ম্যাচটি ঠিক তেমনই। আমি ভাগ্যবান ছিলাম না। সম্ভবত আমি আগ্রাসী খেলতে পারিনি।”
অন্যদিকে ম্যাচ জিতে বিশ্বের ৭৯তম তারকা আলেকজান্ডার বলেন, “নাদাল কঠিন এক প্রতিপক্ষ। কিন্তু আমি প্রতিপক্ষকে বিপদে ফেলতে পছন্দ করি এবং তাদের হতাশ করতে চাই।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম