প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন হয় না: মনোয়ারা
ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রর্থী থাকায় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে মন্তব্য করেছেন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার মনোয়ারা হাকিম আলী।
শনিবার দুপরে মতিঝিলে ফেডারেশন ভবনে নির্বাচন পরিস্থিতি নিয়ে নিউজবাংলাদেশের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মনোয়ারা হাকিম আলী বলেন, “আসলে প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন হয় না। প্রতিদ্বন্দ্বী প্যানেল থাকায় সম্মানিত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হোক এটাই আশা করছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই। এ নির্বাচন এফবিসিসিআই এর গণতান্ত্রিক ধারা অব্যহত রাখবে।”
এদিন সকাল নয়টায় ফেডারেশন ভবনে এফবিসিসিআই পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেলে পাঁচটা পর্যন্ত।
নির্বাচনে মোট ৩২টি পরিচালক পদের জন্য ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে ৩২ জন পরিচালক ভোটারদের গোপন ভোটে নির্বাচন হবেন। চেম্বার গ্রুপের ১৬ ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৬ জন পরিচালক থাকবেন। বাকি ২০ জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।
‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ চেম্বার গ্রুপের প্রার্থী তালিকা
প্যানেল লিডার এফবিসিসিআইয়ের বর্তমান সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, লক্ষ্মীপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দেওয়ান সুলতান আহমেদ, সাতক্ষীরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবুল কাসেম আহমেদ, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিজয় কুমার কেজরিওয়াল, মুন্সিগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ কোহিনুর ইসলাম, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ মাসুদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হাসিন আহমেদ, জয়পুরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ আমিনুল বারী, নড়াইল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ হাসানুজ্জামান, কুমিল্লা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসুদ পারভেজ খান (ইমরান), ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তানজিল আহমেদ, নেত্রকোন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হূমায়ুন রসিদ খান পাঠান, নীলফামারী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহাম্মদ আবুল ওয়াহেদ সরকার, বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আঞ্জুমান সালাউদ্দিন ও রাঙ্গামানি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির রেজা শাহ ফারুক।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এফএ
নিউজবাংলাদেশ.কম