এইচএসসি পরীক্ষা
পরীক্ষা দিতে পারলো না ৪ শিক্ষার্থী, দায় কার!
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
যশোর শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড না আসায় তারা পরীক্ষা দিতে পারেনি।
এ ব্যাপারে শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে।
জানা যায়, জেলার কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে অন্য শিক্ষার্থীদের সাথে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রনি শুভ্রদেব ভদ্র, নাইম, বিপুল ও অরূপ ফরম পূরণ করে।
গত ৪ দিন ধরে তারা কলেজে ধরণা দিয়েও তারা রেজিস্ট্রেশন কার্ড পায়নি। যে কারণে আজ পরীক্ষা দিতে এসে রেজিস্ট্রেশন কার্ড না থাকায় পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারেনি তারা।
এ ব্যাপারে ছাত্র শুভ্র কুমার ভদ্র জানান, “কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিলেন তাদের কার্ড ঠিক সময়ে আসবে। কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত তারা কার্ড দিতে পারেনি। ফলে আমার জীবন থেকে ঝরে গেল একটি বছর।”
কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মজিদ বিশ্বাস জানান, “এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেওয়া হয়। যারা অকৃতকার্য হয় তাদেরকে ফরম পূরণ করানো হয়নি। কিন্তু কিছু ছাত্র কলেজে কোনো খোঁজ না নিয়ে ব্যাংকের মাধ্যমে ফরম ফিলাপের টাকা জমা দেয়। উল্লিখিত ৪ জন ছাত্র টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল কি না তা আমরা খতিয়ে দেখছি।”
অধ্যক্ষ বলেন, “কেরানিকে কাজটি দিয়েছিলাম। অনলাইনে ফরম পূরণের সময় পার হয়ে যাবার পর সে কাগজগুলো জমা দেয়। কিন্তু এ বিষয়ে সে আমাকে কিছুই জানায়নি। এখন অ্যাডমিট কার্ড আসেনি। পরীক্ষার আগে ওই কেরানির নম্বরও বন্ধ পাচ্ছি।”
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা জানান, চারজন ছাত্র রেজিস্ট্রেশন কার্ড না আসায় পরীক্ষা দিতে পারেনি এমনটি আমি শুনেছি। কেউ যদি আমার কাছে এ বিষয়ে অভিযোগ করে তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি বলেন,“প্রশ্ন আনা-নেওয়া ছাড়া এ বিষয়ে আমাদের খুব বেশি সংশ্লিষ্টতা নেই। কিছুই জানি না।”
ভুক্তভোগী ৪ শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








