ভুল প্রকাশের দায়ে ডিএসইর জুবায়ের বরখাস্ত
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) ২০১৯ - ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক হিসাব ভূল প্রকাশের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মার্কেট অপারেশন্স ডিপার্টমেন্টের প্রধান সায়িদ মাহমুদ জুবায়েরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তার স্থলে ডিজিএম কামরুন নাহারকে নিযুক্ত করা হয়।
মঙ্গলবার ডিএসইর উপ মহাব্যবস্থাপক (এজিএম) ও জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল রহমান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন নিউজবাংলাদেশকে বলেন, এসিআইয়ের আর্থিক হিসাব ভুল তথ্য প্রকাশে অনেক বিনিয়োগকারীর লোকসান গুণতে হবে। যা মেনে নেওয়া যায় না।
ভুল তথ্য প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আমি জানার পর দ্রুততম সময়ে চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করি। পরবর্তীতে তিনি জরুরী ভিত্তিতে করণীয় ব্যবস্থা নেওয়ার জন্য ম্যানেজম্যান্টকে নির্দেশ দেন। ডিএসইর চেয়ারম্যান এসিআইয়ের আর্থিক হিসাব ভুল ভাবে প্রকাশের কারন ম্যানেজম্যান্টকে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছেন।
ডিএসইর সূত্রে জানা যায়, আজকে লেনদেনের শুরু আগে এসিআইয়ের প্রথম প্রান্তিকে সাবসিডিয়ারি কোম্পানিসহ শেয়ার প্রতি আয় (ইপিএস) হিসাবে ৫ দশমিক ১৯ টাকার তথ্য প্রকাশ করে। যা মূলত এসিআইয়ের একক হিসাব। ওই তথ্য প্রকাশের পরে কোম্পানিটির শেয়ার দর বাড়তে থাকে। যে কারনে আগের দিনের ২২৯ টাকার শেয়ারটি দ্রুততম সময়ের মধ্যে ২৭০ টাকায় উঠে যায়।
লেনদেন শুরু হওয়ার ২২ মিনিট পরে অর্থাৎ ১০টা ৫২মিনিটে ভুল তথ্য প্রকাশের বিষয়টি ডিএসইর নজড়ে আসে। তারপরে তারা বিষয়টি সমাধান করে সঠিক তথ্য প্রকাশ করে। এক্ষেত্রে সমন্বিত হিসাবে শেয়ার প্রতি ৫ দশমিক ৯৯ টাকা লোকসানের তথ্য প্রকাশ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর








