News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ৩ নভেম্বর ২০১৯
আপডেট: ০৩:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

মেয়েকে দেখে ফেরার পথে লাশ হলেন স্কুলশিক্ষক বাবা

মেয়েকে দেখে ফেরার পথে লাশ হলেন স্কুলশিক্ষক বাবা

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান (৭০) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের নেকমরদ আলীমুদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের বাসিন্দা।

পরিবারের বরাতে নেকমরদ বাজারের দোকানদার আনোয়ার হোসেন জানান, সকালে নেকমরদ বাজারের পাশের একটি গ্রামে মেয়ের বাড়িতে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান। মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে নেকমরদ আলিমুদ্দিন কলেজের সামনে মসজিদে জহরের নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফজলুর রহমানের ছেলে বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নবীর উদ্দীন (বাবুল) জানান, আজ রোববার সকাল ১০টায় তার বাবার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়