News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৯:২০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

পুত্র সন্তানের আশায় গোসল ছাড়া ৪৫ বছর

পুত্র সন্তানের আশায় গোসল ছাড়া ৪৫ বছর

কৈলাস সিংহের বাড়ি ভারতের বারাণসীতে। তিনি ৪৫ বছর ধরে গোসল করেন না। তার মতে, একমাত্র পুত্রসন্তানই তাকে পারবে গোসল করাতে।

কৈলাস ১৯৭৪ থেকে চার দশকেরও বেশি সময় তিনি গোসল করেন না। তার সেই বছরই বিয়ে হয়েছিল। কৈলাসের দাবি, এক সাধু তাকে বলেছিলেন, গোসল না করলে তিনি পুত্রসন্তান লাভ করবেন।

আদেশ শিরোধার্য করে তিনি গোসল বন্ধ করে দিলেন। কিন্তু সাধুর ভবিষ্যৎবাণী ফলেনি। কৈলাসের সাতজন সন্তানই মেয়ে। গোসল না করেও পুত্রসন্তান পাননি তিনি।

তার স্ত্রী কলাবতী দেবী বিদ্রোহ ঘোষণা করেছেন। একসঙ্গে না থাকার হুমকি দিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। গোসল করার জন্য বলে বলে হাল ছেড়ে দিয়েছেন মেয়েরাও। কিন্তু টলানো যায়নি কৈলাসকে।

কৈলাস বলেছেন, একমাত্র পুত্রসন্তানই তাকে পারবে গোসল করাতে। এ জন্মে হবে না। পরজন্মে পুত্রসন্তানের পিতা হয়ে গোসল করবেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়