News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০০:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

সিঙ্গাপুরে কেমন আছেন এন্ড্রু কিশোর?

সিঙ্গাপুরে কেমন আছেন এন্ড্রু কিশোর?

বাংলা ছায়াছবির প্লেব্যাক সম্রাটখ্যাত গায়ক এন্ড্রু কিশোর উন্নত চিকিৎসা নিতে ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর গেছেন। সেখানে জেনারেল হাসপাতালে এখন চলছে তার চিকিৎসা।

সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। বরেণ্য এই শিল্পীর সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এন্ড্রু কিশোরের কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এর কারণে তার শরীরের ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিচ্ছিল। এড্রেনাল গ্লান্ড একটু বড় হয়ে গেছে। এসব সমস্যা থেকে তিনি ভালোর দিকে যাচ্ছেন।’

এন্ড্রু কিশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োপসির রিপোর্ট পাওয়া যাবে ৬ সপ্তাহ পর। এই রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বিস্তারিত।

জাহাঙ্গীর সাঈদ জানিয়েছেন, এড্রেনাল গ্লান্ডে এন্ড্রু কিশোরের প্রধান সমস্যা ছিল। এখন সেটার ব্যথা কিছুটা কমেছে। তবে এখন জ্বর রয়েছে। শরীরে প্রতিদিন জ্বর আসছে। চিকিৎসকরা এটিই নিয়েই এখন উৎকণ্ঠায় আছেন। তবে দ্রুত সুস্থতার জন্য এন্ড্রু কিশোরের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়