“পূজায় নিরাপত্তা জোরদার, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী”

ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে অবস্থান করবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গাপূজা একটি ধর্মীয় ও পবিত্র উৎসব। তাই এই সময়ে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। এ বছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে, যারা বিভিন্ন পূজামণ্ডপে সহায়তা করবেন।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এবছর এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম।
যেসব এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব স্থানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে, বলেন তিনি।
আরও পড়ুন: “নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত”
বৈঠকে মাদক পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিভিন্ন রুট দিয়ে দেশে মাদক প্রবেশ করছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনা উপকূলীয় নৌরুট দিয়েও চোরাচালান হচ্ছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে সীমান্তের ওপারে। আরাকান আর্মি মূলত মাদকের ওপর নির্ভরশীল হয়ে টিকে আছে। বর্তমানে দেশে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, যার ফলে মাদকের দাম বেড়ে গেছে।
তিনি কৃষকদের অবস্থা নিয়েও মন্তব্য করেন।
সারা দেশে কৃষক আলুর ন্যায্যমূল্য পাচ্ছেন না। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে তারা আলু চাষে আগ্রহ হারাতে পারেন। এর ফলে বাজারে আলুর দাম বাড়তে পারে, বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা আরও জানান, পূজাকে ঘিরে যেকোনো ধরণের উস্কানি বা সহিংসতা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে অবস্থান করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি