News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

এক সপ্তাহের মধ্যে ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

এক সপ্তাহের মধ্যে ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট

ফাইল ছবি

সিলেট নগরী ও আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিট ৩ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন। 

তিনি জানান, এ ধরনের ভূমিকম্পকে মৃদু হিসেবে ধরা হয় এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না। তবে ঝুঁকিপূর্ণ বা দুর্বল ভবনে সামান্য ক্ষতি হতে পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প তুলনামূলকভাবে হালকা ধরনের। এতে সাধারণত স্থায়ী ক্ষতি না হলেও মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন: ভারী বৃষ্টিপাতে ফের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

এদিকে সিলেটে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঘন ঘন উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এর আগে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১১ মিনিটে সিলেটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে, যেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

তারও আগে ৫ মার্চ সকালে সিলেটে ভূমিকম্প হয়। উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা, যেখানে এর মাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৬। এছাড়া ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সাম্প্রতিক সময়ে একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠা সিলেটবাসীর উদ্বেগ বাড়ছে। 

যদিও আবহাওয়া অফিস বলছে, ছোট মাত্রার এসব ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা কম, তবে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়