বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন আমির হামজা

মুফতি আমির হামজা। ফাইল ছবি
দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, সংগঠন থেকে তাকে বলা হয়েছে কোনো রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকার জন্য। সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কোরআনের তাফসিরের বাইরে কোনো মন্তব্য করবেন না।
মুফতি আমির হামজা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান সংক্রান্ত বক্তব্য দেওয়ার সময় ভুলভাবে সলিমুল্লাহ মুসলিম হলের নাম মুহসিন হল বলে ফেলেছি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে মদের বোতলের প্রসঙ্গেও আমার মন্তব্য ভুলভাবে প্রকাশিত হয়েছে। আমি এসব বিষয়ে আর কিছু বলব না।”
তিনি আরও বলেন, রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্যও ক্ষমা চেয়েছেন। তিনি জানান, ওয়াজ করতে গিয়ে তুলনা করে মন্তব্য করতে গিয়ে ভুল হয়ে যায় এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন।
মুফতি আমির হামজা কুষ্টিয়ার বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল-কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
আরও পড়ুন: সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে
মুফতি আমির হামজা ইতিমধ্যে আওয়ামী লীগের আমলে আড়াই বছর কারা নির্যাতনের শিকার হয়েছেন। ২০২১ সালের ২৪ মে কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হন। ৯২৫ দিন কারাগারে থাকার পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর তিনি মুক্তি পান।
নিউজবাংলাদেশ.কম/এসবি