News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পিআর গণতন্ত্র শক্তিশালী করবে না: ডা. জাহিদ

পিআর গণতন্ত্র শক্তিশালী করবে না: ডা. জাহিদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নিয়ে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি শুরু হয়েছে। তবে গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কার্যকর কোনো পদক্ষেপ নয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতে পারেন, কিন্তু এটি চাপিয়ে দেওয়ার মনোভাব গণতান্ত্রিক হতে পারে না।

তিনি অভিযোগ করে বলেন, জনগণ না চাইলেও তাদের নামে পিআর চাপিয়ে দিয়ে স্বৈরাচার আসার পথ সুগম করা হচ্ছে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ‘খুনি, দুর্নিতীবাজদের হাতে দেশকে তুলে দেওয়া হবে না’

ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়