News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি, পানি ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে, এবং নেদারল্যান্ডস তা সক্রিয়ভাবে সমর্থন করছে।

পানি ব্যবস্থাপনা ও সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ খাতে বাংলাদেশের অগ্রগতি নিয়েও আলাপ হয়। অধ্যাপক ইউনূস কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। তিনি জানান, অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে।

আরও পড়ুন: লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের জীবন ঢালী

এছাড়া, আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের কথা জানানো হয়। রাষ্ট্রদূত বোমেল রোহিঙ্গা ইস্যুর আন্তর্জাতিক গুরুত্ব স্বীকার করেন এবং বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত থাকলেও সমন্বিত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়