স্ন্যাপচ্যাটে ইনফিনিট রিটেনশন ও গ্রুপ স্ট্রিকস চালু

ছবি: ইমেজ বাজার
কিশোরদের মধ্যে জনপ্রিয় সামাজিক মাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়াপ্রতি সাড়া দিয়ে দুটি নতুন ফিচার চালু করেছে।
প্রথমটি ‘ইনফিনিট রিটেনশন’, যা ব্যবহারকারীদের চ্যাট হিস্ট্রি অনির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে দেয়। আগে আলাদাভাবে মেসেজ সেভ করতে হতো, এখন প্রতিটি কনভারসেশনের জন্য সহজেই ফিচার চালু বা বন্ধ করা যাবে। ফিচার চালু হলে অপর পক্ষকে নোটিফিকেশন যায় এবং চাইলে তা বন্ধও করতে পারবে।
দ্বিতীয়টি ‘গ্রুপ স্ট্রিকস’, যেখানে আগে বন্ধুর সঙ্গে দৈনিক ছবি বা ভিডিও পাঠিয়ে স্ট্রিক চালু রাখতে হতো। নতুন ফিচারে একটি গ্রুপে একাধিক বন্ধু একসঙ্গে স্ট্রিক চালু রাখতে পারবে। যদি স্ট্রিক ভেঙে যায়, এক সপ্তাহের মধ্যে তা পুনরুদ্ধার করা সম্ভব।
আরও পড়ুন: চীনা বাজারে এনভিডিয়ার নতুন চিপের চাহিদা কমেছে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, ফিচারগুলো গত বছর পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল এবং ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি