News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ২১ সেপ্টেম্বর ২০২৫

পিআর নিয়ে কম কথা বলাই ভালো: শফিকুল আলম

পিআর নিয়ে কম কথা বলাই ভালো: শফিকুল আলম

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলা শ্রেয়, কারণ নির্বাচনের ধরণ ও পদ্ধতির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। 

তিনি আরও জানান, দেশের মানুষ ভোট দিতে ইচ্ছুক থাকায় সামনের নির্বাচন ইনক্লুসিভ হবে এবং কারও পক্ষ থেকে তা প্রশ্নবিদ্ধ করা সম্ভব হবে না।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ইনোভেশন-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন শফিকুল আলম।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়ায় বোঝা যায়, সামনের নির্বাচন ইনক্লুসিভ হবে। বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। সবাই ভোট দিতে এলে ভোটটি ভালো হবে।

ইনোভেশনের এই জরিপে ১০,৪১৩ জন মানুষ অংশ নেন। এতে উঠে এসেছে নির্বাচনী প্রক্রিয়া এবং পিআর পদ্ধতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:

৫৬ শতাংশ মানুষ জানে না আগামী নির্বাচনে পিআর সিস্টেম কীভাবে প্রয়োগ হবে।

২১.৮ শতাংশ মানুষ পিআর পদ্ধতি চায়, আর ২২.২ শতাংশ চায় না।

জরিপে ৬৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম।

তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মধ্যে নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের মানুষের ভোট দেওয়ার আগ্রহ নির্বাচনকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে। এটি নিশ্চিত করে যে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়