News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া, দুর্গাপূজার প্রস্তুতি শুরু

আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া, দুর্গাপূজার প্রস্তুতি শুরু

ফাইল ছবি

আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) সনাতন ধর্মাবলম্বীদের শুভ মহালয়া। এদিন থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তবে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় মহালয়ার জন্য কোনো ছুটি রাখা হয়নি। অনেকে ঐচ্ছিক ছুটি নিয়ে এদিন কাজমুক্ত থাকেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়: ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ; সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১১ দিন। ৭ অক্টোবর থেকে পাঠদান শুরু হবে।

আরও পড়ুন: যে আমল সর্বাধিক মানুষকে জান্নাতে নেবে

মাধ্যমিক ও কলেজ: ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ; ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান: ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ছুটি; ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান: ১ ও ২ অক্টোবর ছুটি; ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি।

এভাবে পুরো দেশজুড়ে মহালয়া ও দুর্গাপূজার প্রস্তুতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নির্ধারিত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়