News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৫

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

মোখলেস উর রহমান। ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। 

রবিবার  (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হতে পারে। তবে আরেকটি সূত্র জানিয়েছে, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদও এই পদে আসতে পারেন।

গত বছরের ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে ড. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: “পূজায় নিরাপত্তা জোরদার, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী”

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের এই কর্মকর্তা দায়িত্ব নেয়ার পর প্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন, সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগে অনিয়ম, এমনকি আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সমালোচনাও হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়