News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। 

রবিবার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যায়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচারের এজেন্টদের হামলায় গুরুতর আহত হন নুর। ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হচ্ছে।

নুরের অনিচ্ছা সত্ত্বেও তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। গণঅধিকার পরিষদ দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ

সংগঠনের নেতারা বলেন, দেরিতে হলেও সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার ব্যবস্থা হওয়ায় তারা সন্তুষ্ট। তবে ২৪ দিন অতিক্রম করার পরও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বর্বরোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে। অন্যথায় তারা দেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়