News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনা বিদেশ থেকে দেশে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করছে: দুদু

শেখ হাসিনা বিদেশ থেকে দেশে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্র করছে: দুদু

শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, দেশকে নির্বাচনের পথে নিয়ে গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং দেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে। নির্বাচনের মাধ্যমে জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব।

পিআর গণতন্ত্র শক্তিশালী করবে না: ডা. জাহিদ

দুদু আরও অভিযোগ করেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে ক্ষমতা জোর করে ধরে রেখেছেন। সেই সময়ে বিরোধী দলের কথা শোনার পরিবর্তে লজ্জাজনকভাবে পালাতে হয়েছে। বর্তমানে দেশের ব্যাংকে কোনো টাকা নেই, সব অর্থ শেখ হাসিনার ঘনিষ্ঠদের মাধ্যমে পাচার হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়