সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফাইল ছবি
সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ গ্রহণ ও সিন্ডিকেট গড়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গ্রেড ও বেসিক বিবেচনায় না নিয়ে বাসা বরাদ্দে সুপারিশ, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি, দায়িত্ব পালনে অনিয়মসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠেছে। এসব অভিযোগ তদন্তাধীন এবং অত্যন্ত স্পর্শকাতর। তারা দায়িত্বে বহাল থাকলে তদন্তকার্যে প্রভাব বিস্তার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে আরও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত, প্রধান উপদেষ্টার অভিনন্দন
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ১২(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি