News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০২, ২১ সেপ্টেম্বর ২০২৫

তিন জেলায় নতুন ডিসি

তিন জেলায় নতুন ডিসি

ফাইল ছবি

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। 

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের আওতায়, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব ও নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন আমির হামজা 

সরকার নির্বাচনের আগে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডিসি পদে রদবদল করছে। এর আগে গত ২৫ আগস্ট দেশের ছয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। সেগুলো হলো: পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়