News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার খবরটি গুজব: রাষ্ট্রদূত

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা দেয়ার খবরটি গুজব: রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবর প্রকাশিত হলেও তা সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছিল, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। সংবাদে বলা দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, নতুন এই নির্দেশনা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। 

খবরে আরও বলা হয়, চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

আরও পড়ুন: বাংলাদেশসহ ৯ দেশের জন্য আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা

সংবাদে উল্লেখ করা হয়েছিল, আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলোর নাগরিকরা বর্তমানে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন না এবং আমিরাতের অভিবাসন বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাচাই-বাছাই করা হবে না।

তবে প্রবাসী বাংলাদেশিরা জানান, এই তথ্য সরকারি কোনো সূত্র থেকে নয়, বরং ‘ইউএই ভিসা অনলাইন’ নামের সাধারণ ভিসা ব্যবসায়ীর ওয়েবসাইট থেকে এসেছে। 

তারা উল্লেখ করেছেন, এটি সরকারি ওয়েবসাইট নয়। এমন ভুয়া তথ্য দেখে দেশের মিডিয়ায় এ ধরনের সংবাদ প্রকাশ প্রবাসীদের জন্য কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকারিভাবে এরকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধিমূলক প্রচারণা। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।

রাষ্ট্রদূতের এই মন্তব্য থেকে স্পষ্ট হয়, সম্প্রতি প্রকাশিত ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কিত সংবাদটি ভিত্তিহীন এবং প্রবাসী ও সাধারণ জনগণ বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন থাকতে হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়