News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৬, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশসহ ৯ দেশের জন্য আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ৯ দেশের জন্য আরব আমিরাতে ভিসা নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসা নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ৯ দেশের মধ্যে রয়েছে-  আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। 

নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের ক্ষেত্রেও এ দেশের নাগরিকরা সীমাবদ্ধ থাকবেন। 

ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং মহামারিকে এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে সাজা ভোগ করা ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিষেধাজ্ঞা কার্যকর হলে বাংলাদেশসহ এ ৯ দেশের নাগরিকদের ভিসা আবেদন স্থগিত থাকবে, যতক্ষণ না নতুন নির্দেশনা জারি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়