ভারতে সাজা ভোগ করা ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত
ভারতে অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র হাতে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, হস্তান্তরের পর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে গাংনী থানায় সোপর্দ করা হবে।
আরও পড়ুন: এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ
এ সময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি