এনআইডি সংশোধনে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ

ফাইল ছবি
ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
এনআইডি পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে ভোটার হওয়ার জন্য আদর্শ হিসেবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: চন্দ্রগ্রহণের পর বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার
চলতি বছরের ক্রাশ প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে প্রায় ৯ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এখনও প্রায় ৩ লাখ আবেদন বাকি রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি