চন্দ্রগ্রহণের পর বছরের শেষ সূর্যগ্রহণ রবিবার

ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই পৃথিবী ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ দেখেছে। সেই চন্দ্রগ্রহণের মাত্র ১৪ দিনের ব্যবধানে এবার আরেকটি মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হবে। তবে এটি বাংলাদেশে দেখা যাবে না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আংশিক সূর্যগ্রহণের ব্যাপ্তিকাল হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। বাংলাদেশ সময় রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং একই দিন বিকাল ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।
আরও পড়ুন: দেশের আকাশে দেখা যাবে ৫ ঘণ্টার মহাজাগতিক দৃশ্য
স্থানীয় সময় অনুযায়ী গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। একই দিন অ্যান্টার্কটিকার যুমন্ট ডিউরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে স্থানীয় সময় ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে। গ্রহণ শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে।
ভারতীয় পঞ্জিকা অনুসারে, রবিবার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত এই আংশিক সূর্যগ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫ এবং এটি প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী হবে। এই আংশিক গ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে দেবে, ফলে আকাশে সূর্যকে অর্ধচন্দ্রাকৃতিতে দেখা যাবে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববাসী ‘রক্তিম চাঁদ’ বা চন্দ্রগ্রহণের দৃশ্য দেখেছে। মাত্র ১৪ দিনের ব্যবধানে এবার আংশিক সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখা যাবে।
বাংলাদেশে রাত থাকায় এই আংশিক সূর্যগ্রহণ দেখা সম্ভব হবে না। এছাড়া ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ উত্তর গোলার্ধের অধিকাংশ দেশ এবং আমেরিকার বেশির ভাগ অঞ্চল থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি