“নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত”

ফাইল ছবি
আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন, বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দিতে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: জুলাই সনদ বিষয়ে খুব দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারব: আলী রীয়াজ
তিনি বলেন, গত বছর সারাদেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার ৪ কোটি টাকা অনুদান দিয়েছিল। এবার তা এক কোটি টাকা বৃদ্ধি করে ৫ কোটি টাকা করা হয়েছে। গত ১৫ বছর ধরে সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা, যা ধাপে ধাপে বাড়িয়ে এই পর্যায়ে আনা হয়েছে। এরপরও প্রয়োজন হলে সরকার যেকোনো সহায়তা প্রদান করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এবারের পূজা উদযাপন আরও উৎসবমুখর হবে।
তিনি বলেন, এ পূজায় শুধুমাত্র হিন্দুধর্মাবলম্বীরাই আসে না, সকল ধর্মের লোকজনও এতে অংশগ্রহণ করেন। পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো অঘটন বা ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে সরকারের কাছে পৌঁছে যাবে।
তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি উদযাপন কমিটিরও প্রতি আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের পূজাটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং নির্বিঘ্নে উদযাপিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি