নির্বাচনমুখী জনগণকে কোনো ষড়যন্ত্র থামাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ নির্বাচনের দিকে মনোনিবেশ করলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, শুধু নির্বাচনের সময়ই নয়, দেশের যেকোনো সময়ই কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে এবং নির্বাচনের আগে প্রায় সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা সম্ভব হবে। আমাদের চিফ এডভাইজারের নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে: সিইসি
তিনি আরও বলেন, “নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন এইসব প্রোপাগান্ডা বা চেষ্টা কোনো প্রভাব ফেলতে পারবে না। জনগণই আমাদের মূল ফ্যাক্টর।”
সীমান্ত নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত। বর্ডার বেল্টে থাকা জনগণও অত্যন্ত সচেতন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








