News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ২৩ আগস্ট ২০২৫

আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে: সিইসি

আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে: সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী সফরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 এসময় সিইসি  হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেন্দ্র দখল বা অস্ত্রবাজি করে এবার ভোটে জয়ের কোনো সুযোগ নেই।”

নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সিইসি জানান, “নির্বাচনের জন্য পুরোদমে কাজ চলছে। যেকোনো কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করা হবে।”

আরও পড়ুন: এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলো মাইলস্টোনের তাসনিয়া

তিনি আরও জানান, “আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার ঠেকাতে সচেতনতামূলক ক্যাম্পেইন আগামী সেপ্টেম্বর থেকে শুরু করা হবে।”

সিইসি জানান, চূড়ান্ত ভোটার তালিকাও আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়