News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৭, ২২ আগস্ট ২০২৫

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে নিখোঁজ প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার (৭১) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেছেন। তিনি কীভাবে সেখানে পৌঁছালেন এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ–পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, তিনি একদিন আগে মৃত্যুবরণ করেছেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দেহ কিছুটা বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

পরিবারের বরাত দিয়ে জানা যায়, বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বললেও এরপর আর বাসায় ফেরেননি এবং অফিসেও উপস্থিত হননি। নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও কলাম লেখার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক আজকের পত্রিকা-এ জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সঙ্গে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

পুলিশ মরদেহ উদ্ধার ও পরিবারের সঙ্গে পরিচয় নিশ্চিত করার পর আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়